| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ হবে না : তথ্যমন্ত্রী


ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ হবে না : তথ্যমন্ত্রী


রহমত নিউজ     07 July, 2023     04:43 PM    


তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্যে মনে হচ্ছে, আমরা যেন তাদের সংলাপের জন্য ডেকেছি। তাদের তো সংলাপের জন্য ডাকা হয়নি।

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বিএনপিকে এ বাস্তবতা মেনে নিতেই হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের দাবি দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন পায়নি।

তথ্যমন্ত্রী বলেন, ইসি স্বাধীনভাবে কাজ করে। তাই, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে ইসি আমন্ত্রণ জানিয়েছে। তারা ৮ থেকে ২৩ জুলাই বাংলাদেশ সফর করবে।

হাছান মাহমুদ বলেন, ইইউ দল নানা বিষয় পর্যবেক্ষণ করবে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবে।