রহমত নিউজ 02 July, 2023 09:30 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী সুইডেন সরকারের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা ও সরাসরি সহযোগিতায় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআন অবমাননার ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে ফেলা চরম অসম্মানজনক ও উসকানি মূলক। এই ঘটনা বিশ্বের সকল মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। এ ঘৃণিত কর্মকান্ডের মাধ্যমে ইউরোপীয়দের মুখোশ উন্মোচিত হয়েছে। তাদের মধ্যে সভ্যতা ও শিষ্টাচারের লেশমাত্র নেই। ইসলাম বিদ্বেষী মহল চরমপন্থী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিকে ইচ্ছাকৃতভাবে উসকে দিয়েছে। মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত মূলক কর্মকাণ্ড কখনো গ্রহণযোগ্য নয়। এটি একটি ঘৃণ্য কাজ। অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে গণতন্ত্রের নামে চালিয়ে দেয়ার ধৃষ্টতা মুসলিম উম্মাহ কখনো বরদাশত করতে পারে না। এ ধরনের কান্ডজ্ঞানহীন কাজ সমাজে শুধু ঘৃণা-বিদ্বেষই সৃষ্টি করে না, সহিংসতারও জন্ম দেয়। আমরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সুইডেন সরকারের প্রতি আহবান জানান। সেই সাথে ইসলামের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র ও কর্মকান্ড বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ, ওআইসি এবং মুসলিম বিশ্বের প্রতিও আহবান জানান।