| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৭২ জন হাসপাতালে ভর্তি


ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৭২ জন হাসপাতালে ভর্তি


রহমত নিউজ ডেস্ক     30 June, 2023     10:40 PM    


দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে আরো ৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে মোট ১২৮৯ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। তবে, এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ  বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৮৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৯৪১ জন, আর বাকি ৩৪৮ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৯৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৬০৭৯ জন। আর ঢাকার বাইরে ১৫৪১ জন। এদিকে ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৬৬৪২ জন। এরমধ্যে ঢাকায় ৫১০১ জন এবং ঢাকার বাইরে ১৫৪১ জন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।