| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : ডিএনসিসি মেয়র


৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : ডিএনসিসি মেয়র


রহমত নিউজ ডেস্ক     26 June, 2023     08:31 PM    


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার সম্পূর্ণ প্রস্তুতি নেয়া হয়েছে। নগরবাসী সহযোগিতা করলে কোরবানির বর্জ্য অপসারণ আর তেমন বড় চ্যালেঞ্জ না। কোরবানির পরই পানি দিয়ে রক্ত পরিষ্কার করে ফেলুন। গত বছর সবার সহযোগিতায় ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করতে পেরেছি। এ বছর ঈদের দিন দুপুর থেকে শুরু করে রাত ১০টার মধ্যে ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

সোমবার (২৬ জুন) মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ ফাইনালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি মো. কাজী নাবিল আহমেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ডিএনসিসির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাসেক প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা