| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ভোটগ্রহণে রাসিক নির্বাচন মডেল হয়ে থাকবে : আরএমপি কমিশনার


ভোটগ্রহণে রাসিক নির্বাচন মডেল হয়ে থাকবে : আরএমপি কমিশনার


রহমত নিউজ ডেস্ক     20 June, 2023     12:27 PM    


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আনিসুর রহমান বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন মডেল হয়ে থাকবে। শান্তিপূর্ণ ভোটের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রকম প্রস্তুতি রয়েছে।’

মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৮টায় মেট্রোপলিটন পুলিশ প্যারেড গ্রাউন্ড মাঠে পুলিশ প্যারেড ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

আরএমপি কমিশনার বলেন, ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর ৭টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে ৩ হাজার ৫১৪ জন জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ১ হাজার ৮৬০ জন আনসার সদস্য, ২৫০ জন র‍্যাব সদস্য এবং ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি ৩০টি ওয়ার্ডের দায়িত্বে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী