| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া


ফাইল ছবি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া


রহমত নিউজ     17 June, 2023     08:02 PM    


চিকিৎসা শেষে পাঁচ দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে শনিবার (১৭ জুন) বিকেলে খালেদা জিয়ার বাসায় ফেরেন।  

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ম্যাডাম (খালেদা জিয়া) বিকাল ৫টার দিকে বাসায় যাবেন।  

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৩ জুন রাত দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেখানে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলে।   এভারকেয়ারে ভর্তির পর খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্ট পর্যালোচনা করে করণীয় ঠিক করতে কয়েকবার বৈঠক করেন বোর্ডের সদস্যরা।   

গত বৃহস্পতিবার চিকিৎসক জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’ আছে।  

চলতি বছরে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। সেবারও পাঁচদিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন।