রহমত নিউজ ডেস্ক 14 June, 2023 01:25 PM
হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটামুটি ভালো বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
তিনি বলেন, ম্যাডামের অনেকগুলো রোগ রয়েছে। ফলে ওনার শারীরিক অবস্থা এই ভালো তো, এই খারাপ। ম্যাডামের অবস্থা মোটামুটি ভালো। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। আমাদের সব সময় চিন্তিত থাকতে হয়। কারণ ওনার শারীরিক অবস্থা ভালো হতেও সময় লাগে না, আবার খারাপ হতে সময় লাগে না। তবে, চিকিৎসকরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বুধবার (১৪ জুন) দুপুর ১টার দিকে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি একথা জানান।
বিএনপির একটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। এছাড়া দিনেও বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। তার মধ্যে কিছু রিপোর্ট পাওয়া গেছে। সেগুলো নিয়ে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠক করেছেন। সেখানে তারা খুব বেশি খারাপ কিছু পাননি।
সোমবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শ তাকে ভর্তি করানো হয়। পরে বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, চিকিৎসকদের পরামর্শে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পাঁচ দিন হাসপাতালে রেখে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরে বাসভবনে ফেরেন তিনি।গত বছরের জুন মাসে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তাঁর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তাঁর দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।