| |
               

মূল পাতা রাজনীতি ‘মুফতি ফয়জুল করীমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’


‘মুফতি ফয়জুল করীমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’


রহমত নিউজ ডেস্ক     13 June, 2023     05:52 PM    


সদ্য সমাপ্ত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করীমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

সোমবার (১২ জুন) দলের সহকারী প্রচার সচিব আনছারুল হক ইমরান স্বাক্ষরিত প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় নিন্দা এ জানান।

নেতৃদ্বয় বলেন, মুফতি সৈয়দ ফয়জুল করীম একজন সুপরিচিত আলেম রাজনীতিবিদ এবং মরহুম চরমোনাই পীর মাওলানা ফজলুল করীম রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান। তিনি সদ্য সমাপ্ত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে একজন সম্ভাবনাময়ী মেয়র প্রার্থী ছিলেন। গতকাল চলাকালীন প্রকাশ্য দিবালোকে তাঁর উপর বর্বর যে সন্ত্রাসী হামলা হয়েছে, তাতে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত করেছে। একজন আলেম প্রার্থীর উপর এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নির্বাচন চলাকালীন একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু কমিশন সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা পরিস্কার বলছি,  যারা এ হামলার সাথে সরাসরি জড়িত এবং যারা নেপথ্যে নেতৃত্ব দিয়েছে অতিদ্রুত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এহেন পরিস্থিতিতে দেশের উলামায়ে কেরামকে কওমী মাদরাসা, ইসলামী তাহজিব-তামাদ্দুন ও আলেমদের ইজ্জত রক্ষায় ছোটখাটো ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। নাস্তিক-মুরতাদ ও ইসলাম বিরোধী শক্তির সকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।