| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন ইভিএমে কোনো ভূত-প্রেত নেই: সিইসি


ইভিএমে কোনো ভূত-প্রেত নেই: সিইসি


রহমত নিউজ     10 June, 2023     06:34 PM    


ইভিএমে কোনো ভূত-প্রেত নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ইভিএমে ওঝা ঝাড়ফুঁক করেও কিছুই পায়নি।

শনিবার (১০ জুন) দুপুরে জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেড অডিটোরিয়ামে সিলেট সিটি করপোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আওয়াল বলেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে। আপনারা কেউ এমন কিছু করবেন না, যাতে আপনাদের প্রার্থিতা বাতিল হয়। তবে সিসিটিভির মাধ্যমে সব কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। কোনো ভোটার যদি সঠিকভাবে ভোট দিতে না পারেন, তাহলে আপনারা চিৎকার করে দেবেন। আমরা সেখান থেকে বসে ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, ইভিএম নিয়ে অনেকেই অনেক কথা বলেন। এটার পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে। ইভিএমের ভেতরে জিন-ভূত, প্রেত থাকে বলে অনেকেই বলেছেন। আমরা এ রকম কোনো কিছু পাইনি। অনেক ওঝা ঝাড়ফুঁক করেও কিছুই পায়নি।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের প্রমুখ।