মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস ঢাকায় করোনা রোগী বাড়ছে
রহমত নিউজ 09 June, 2023 11:10 PM
দেশে হঠাৎ করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। গত চার দিনে প্রায় ৫০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে অধিকাংশই ঢাকার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হলেও ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৮৩ জনই ঢাকার বাসিন্দা।
এ ছাড়া বৃহস্পতিবার (৮ জুন) করোনায় আক্রান্ত ১০৪ জনের মধ্যে ঢাকার ১০০ জন, বুধবার আক্রান্ত ১০৩ জনের মধ্যে ঢাকার ৯৮ জন এবং মঙ্গলবার ১৯৭ জন আক্রান্তের মধ্যে ১৮৪ জনই ছিলেন ঢাকার বাসিন্দা।
দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪০ হাজার ২১২ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ছয় হাজার ৫৭০ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।