| |
               

মূল পাতা রাজনীতি সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব পেলে জবাব দেবে বিএনপি : আমির খসরু


সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব পেলে জবাব দেবে বিএনপি : আমির খসরু


রহমত নিউজ     07 June, 2023     04:49 PM    


আওয়ামী লীগ এবং সরকারের মন্ত্রী নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের যে বক্তব্য দিয়েছেন তা আপাতত আমলে নিচ্ছে না বিএনপি। তবে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেলে জবাব দেবে দলটি।

বুধবার (৭ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, কে কোথায়, কোন সমাবেশে কি বলছে তার জবাব দেওয়া গুরুত্বপূর্ণ না। আমরা রাজনীতি পরিবর্তন করছি। আমাদের কাছে লিখিত প্রস্তাব দিলে জবাব দেওয়ার কথা ভাববো।

এদিকে মঙ্গলবার (৬ জুন) ১৪ দলের এক সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এদিক-সেদিক ঘোরাঘুরি করে লাভ নাই। প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় আমরা তাদের সঙ্গে মুখোমুখি সংলাপ করতে চাই।

বুধবার ( ৭ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংলাপের মাধ্যমে সবকিছু সমাধান হতে পারে। আলোচনার কোনো বিকল্প নেই।

আর বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।