মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি ভারতের ট্রেন দূর্ঘটনায় হতাহতের প্রতি জাতীয় পার্টির সমবেদনা
রহমত নিউজ ডেস্ক 03 June, 2023 11:37 AM
ভারতের উড়িষ্যার বলেশ্বরে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় ব্যাপক সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি। পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করে আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন। একই সাথে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আজ (৩ জুন) শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক শোক বার্তায় তিনি এ শোক জানান। ভারতের উড়িষ্যার বলেশ্বরে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় ব্যাপক সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
শোক বার্তায় জিএম কাদের বলেন, কোলকাতা থেকে চেন্নাই এই পথটি বাংলাদেশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন কারণে এই রুটের বাংলাদেশীদের যাতায়াত বেশি। তিনি আশা প্রকাশ করে বলেন, ভারত সরকার নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
এদিকে ভারতের ওড়িশার বালাসোরে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৮। অন্তত ৯০০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন ওড়িশা রাজ্যের ফায়ার সার্ভিস বিভাগের মহাপরিচালক সুধাংশু সারেঙ্গি। রাজ্য প্রশাসনের মুখ্য সচিব প্রদীপ জেনা এএফপিকে জানিয়ে বলেছেন, হতাহতদের হাসপাতালে নিয়ে আসতে ঘটনাস্থলে সক্রিয় আছে ২ শ’রও বেশি অ্যাম্বুলেন্স।
শুক্রবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে ওড়িশার বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার এলাকায় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। শালিমার থেকে চেন্নাইগামী সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু থেকে হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালবাহী ট্রেন— এই তিনটি ট্রেন এই দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। কিভাবে দুর্ঘটনা ঘটল— সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি এখনও।
সরকারি তথ্য অনুযায়ী, ১৯৪৭ সালের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ভারতে যত ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেসবের মধ্যে গতকাল শুক্রবারের দুর্ঘটনাটি সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ছিল।