| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য পুলিশ সরে গেলে আপনারা দিক-বেদিক পালাবেন : জোনায়েদ সাকি


পুলিশ সরে গেলে আপনারা দিক-বেদিক পালাবেন : জোনায়েদ সাকি


রহমত নিউজ ডেস্ক     03 June, 2023     09:20 AM    


আওয়ামী লীগের উদ্দেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ওনারা নাকি জনগণের শক্তির ওপর ভর করে দাঁড়িয়ে আছেন। পুলিশ ছাড়া মাঠে নামেন, জনগণ দেখিয়ে দেবে আপনাদের কত শক্তি আছে। পুলিশ সরে গেলে আপনারা দিক-বেদিক পালাবেন, আপানার নিজেরাই বলেন।

শুক্রবার (২ জুন) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দলের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ কৃষক মজুর সংহতির সভাপতি প্রবীণ কৃষক নেতা দেওয়ান আব্দুর রশিদ নিলু, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়ক নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়ক পপি রানী সরকার, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, ২০১৮ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন হয়েছে। এর আগে এই রকম ভোট ডাকাতি কখনো হয়নি। ৩০ তারিখ নির্বাচন হওয়ার কথা থাকলেও, ২৯ তারিখ রাতেই পুলিশ-র‌্যাব সিল মেরে ব্যালট বাক্স ভরে রেখে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দিনের বেলায় ক্যামেরা দেখলে লাইনে ভোটারদের দাঁড় করিয়ে দেন। ক্যামেরা চলে গেলে দিনের বেলায়ও ভোট উৎসব শুরু করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ক্ষমতা থেকে নেমে গেলে যা কিছু উপার্জন করেছেন তা নিয়ে পালাতে হবে। তিনি আরও বলেছেন, লক্ষ লোক নাকি মারা যাবেন-এটা মিথ্যা কথা। আওয়ামী লীগ যা করেছে আমরা তা করবো না। আমরা দেশে শান্তি চাই। আমরা প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করি না। আওয়ামী লীগ সরকার এভাবে আর ক্ষমতায় থাকতে পারবে না। তাদের তাড়াতাড়ি বিদায় করতে হবে।