| |
               

মূল পাতা জাতীয় আবহাওয়ায় নেই স্বস্তির খবর, বৃষ্টির সম্ভাবনা কম


আবহাওয়ায় নেই স্বস্তির খবর, বৃষ্টির সম্ভাবনা কম


রহমত নিউজ     02 June, 2023     04:32 PM    


মে মাসের পর চলতি জুন মাসেও সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। গেল মে মাসে স্বাভাবিকের চেয়ে ৪৪ ভাগ কম বৃষ্টি হয়েছে। জুন মাসে বৃষ্টির সম্ভাবনা কম। তবে একাধিক লঘুচাপ ও নিম্নচাপের আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে ৪-৬ দিন হালকা থেকে মাঝারি ধরণের বজ্রঝড় হতে পারে। একটি বা দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৩৮-৪০ সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

নদ-নদীর অবস্থায় বলা হয়েছে-  জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্ল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।  

মে মাসের শুরুটাই হয়েছিল প্রচণ্ড গরমের মধ্য দিয়ে। সপ্তাহ ধরেই চলে সেই গরম। এর মধ্যে বঙ্গোপসাগরে দেখা দেয় লঘুচাপ। সেটি নিম্নচাপ থেকে ক্রমে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়। এ ঘূর্ণিঝড় ১৪ মে কক্সবাজার উপকূল পার হয়। মোখার প্রভাবে কক্সবাজার ও এর আশপাশের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। তবে সারা দেশে বৃষ্টিপাত হয় এর দুই দিন পর থেকে। কয়েক দিন বৃষ্টির পর আবার শুরু হয় প্রচণ্ড গরম। মে মাসের শেষ থেকে জুনের শুরুতে তা অব্যাহত রয়েছে।