| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না’


‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না’


রহমত নিউজ ডেস্ক     30 May, 2023     05:36 PM    


দুঃশাসন ও দুর্নীতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে ব্যার্থতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজী বলেছেন, গণ মানুষের অধিকার ও নাগরিক সুবিধা আজ শূন্যের কোঠায়,   দেশের সর্বত্র আজ হাহাকার।  এই সংকট থেকে উত্তরণের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও জন বান্ধব রাষ্ট্রীয় কার্যকর উদ্যোগের কোন বিকল্প নেই।  বহুমাত্রিক সংকটে দেশের ভাগ্যাকাশে ভয়াবহ দুর্যোগের ঘনঘটা,  জনমনে শান্তি নেই দেশের আর্থসামাজিক নিরাপত্তা আজ হুমকির মুখে।  আন্তর্জাতিক ভাবে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।  অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে সবার অংশ গ্রহণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার ত্বরিত পদক্ষেপ না নিলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। 

আজ (৩০ মে) মঙ্গলবার আসন্ন (আগামী ৩ জুন) দলের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভার প্রস্তুতি কমিটির ভার্চুয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় এতে যুক্ত হয়ে আলোচনা করেন সিনিয়র নায়েবে আমীর আল্লামা আবদুল মাজেদ আতহারী নায়েবে আমীর, প্রিন্সিপাল আবদুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল খালেক নেজামী, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মন্জুরুল কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা ডা. ইলিয়াস খান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান, হাফেজ মাওলানা আজিজুল হক, এনামুল হক কুতুবী মুফতী দ্বীনে আলম হারুনী, আবদুল্লাহ আল মাসউদ খান এরশাদ বিন জালাল, হাফেজ আজিজুল হক, আলহাজ্ব মুহাঃ শাকিরুল হক খান, মাওলানা ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ সভাপতি এহতেশামুল হক সাখী প্রমুখ।