| |
               

মূল পাতা জাতীয় তাপমাত্রা বাড়া নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর


তাপমাত্রা বাড়া নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর


রহমত নিউজ     29 May, 2023     12:04 PM    


বেশ কয়েকদিন সারাদেশে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী চারদিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

সোমবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।