| |
               

মূল পাতা সারাদেশ মহানগর সবাই ক্ষমতা ও পদ-পদবী পাকাপোক্ত করতে ব্যস্ত : মাসউদ খান


ফাইল ছবি

সবাই ক্ষমতা ও পদ-পদবী পাকাপোক্ত করতে ব্যস্ত : মাসউদ খান


রহমত নিউজ ডেস্ক     27 May, 2023     05:54 PM    


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির  প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান বলেছেন, বাজারে গেলে মাথায় যেন  আকাশ ভেঙে পরে নিম্ন আয় ও মধ্যবিত্ত মানুষের এই দুঃখ দুর্দশা দেখার কেউ নেই। বাজাের ভর্তি পণ্যের কোন অভাব নেই অথচ দাম নাগালের বাইরে।  রাষ্ট্রের এসব নিয়ে কোন উদ্যোগ বা কার্যকর কোন তৎপরতা নেই, কে খেলো আর খেলো না তাতে প্রশাসনের কোন মাথাব্যাথা নেই।।  সবাই ক্ষমতা ও পদ পদবী পাকাপোক্ত করতে ব্যস্ত। সরকারি বা বিরধী দল কেউ ই জনগণ ও দেশের কথা ভাবছে না। গণ মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠছে। সমাজের একশ্রেণির মানুষের হাতে টাকার কোন অভাব নেই অথচ বেশিরভাগ মানুষের জীবন জিবিকার কোন নিরাপত্তা নেই। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এই চিত্র কল্পনা করা যায় না।  এই পুঁজিবাদী শোষণ কে ভেঙে দেশ প্রেমিক জনবান্ধব সরকার গঠন করতে হবে। মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে কৃষি নির্ভর দেশের উদ্যোক্তা ও ভোক্তার সরাসরি বাজার সৃষ্টি করতে হবে।  মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গণমানুষের মুক্তি নেই। 

আজ (২৭ মে) শনিবার বিকাল তিনটায় রাজধানীর পুরানা পল্টনস্থ খতীবে আজম রাহমাতুল্লাহি আলাইহি মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগরের দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর নায়েবে আমীর মাওলানা ওয়াহিদুজ্জামান ফরিদপুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা তালহা বেলালী মাওলানা সিরাজুল ইসলাম জনাব সোহেল আহমদ, মাওলানা হাফিজুর রহমান,  এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক সাখী,  ও মহানগর ছাত্র সমাজ সভাপতি আবদুল্লাহ আল মামুন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা