রহমত নিউজ 23 May, 2023 10:44 AM
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে নাটোর থানায় মামলাটি দায়ের করেন।
আবু সাঈদ চাঁদকে এ মামলার প্রধান আসামি এবং বিএনপি মহাসচিবকে হুকুমের আসামি করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ মামলাটি গ্রহণ করেছেন।
মামলার এজাহারে বলা হয়, এ ধরনের মন্তব্য দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
এর আগে, গত শুক্রবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে মহানগর ও জেলা বিএনপির জনসভায় প্রধানমন্ত্রীকে হুমকি দেন আবু সাঈদ চাঁদ।
তিনি বলেন, আর ২৭ বা ১০ দফা দাবি নয়, এখন শুধু একটাই দফা, আর তা হলো- শেখ হাসিনাকে কবরে পাঠাও! শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করা দরকার আমরা করব।
এ ঘটনায় আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।