রহমত নিউজ 17 May, 2023 10:50 AM
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ। ফলে মঙ্গলবার (১৬ মে) থেকে আগামী ১৯ মে পর্যন্ত জেলার সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত এলাকার গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাচ্ছেন না। এতে করে বিপাকে পড়েছেন কয়েক হাজার আবাসিক ও বাণিজ্যিক সংযোগের গ্রাহক।
গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, চারলেন মহাসড়কের মধ্যে কিছু জায়গায় গ্যাসের ডিস্ট্রিবিউশন পাইপলাইন পড়েছে। সেই পাইপলাইন মহাসড়ক থেকে সরিয়ে নতুন করে নিরাপদ স্থানে স্থাপন করা হয়েছে। নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং গ্রাহকদের নতুন লাইনে স্থানান্তর করার জন্য চারদিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। তবে ১৯ মে’র আগেই গ্যাস সরবরাহ শুরুর চেষ্টা করা হবে বলে জানান তিনি।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর