| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন আজ


তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন আজ


মুসলিম বিশ্ব ডেস্ক     14 May, 2023     08:05 AM    


তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন আজ রোববার (১৪ মে) অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ৮ টায় ভোট শুরু হয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। নির্বাচনে রজব তাইয়েব এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী কেমাল কিলিচদারোগলু।  

গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে এবার দেশটির ছয়টি রাজনৈতিক দল জোট বেঁধেছে। এ জোটের নেতৃত্বে রয়েছেন কেমাল কিলিকদারোগলো। তবে তারা এরদোগানের বিপরিতে কতটা সফল হবেন তা পরিস্কার নয় ।

এরদোগান তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০০৩ সালে। ২০১৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। সে বছরই দেশটির প্রেসিডেন্টের গদিতে বসেন। এরপর থেকে টানা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসছেন।  এর সুফলও পেয়েছেন তুর্কি জনগন।