| |
               

মূল পাতা আন্তর্জাতিক পিটিআইকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে : পাক স্বরাষ্ট্রমন্ত্রী


পিটিআইকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে : পাক স্বরাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক     14 May, 2023     06:40 PM    


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালিয়েছেন অভিযোগ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, পিটিআই যদি তাদের মনোভাব পরিবর্তন না করে তাহলে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। পাকিস্তান সরকার সাম্প্রতিক বিক্ষোভ চলাকালীন সহিংসতার জন্য দায়ী ‘প্রশিক্ষিত দল’কে বিচারের আওতায় আনবে। পিটিআইকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।

 শনিবার(১৩ মে) ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তারের পর সহিংস বিক্ষোভের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমরান খানকে জামিন দেওয়ার জন্য বিচার বিভাগের সমালোচনা করেন। তবে সরকার এবং সুপ্রিম কোর্টের মধ্যে মুখোমুখি হওয়ার সম্ভাবনা অস্বীকার করেন। পিটিআই কর্মী এবং সমর্থকদের জনসাধারণের সম্পত্তি এবং সামরিক স্থাপনার ক্ষতির জন্য দায়ী করে বলেন সিসিটিভি ফুটেজ ক্যামেরার মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করা হবে এবং গ্রেপ্তার করা হবে। প্রধানমন্ত্রী লাহোরে কর্পস কমান্ডারের বাড়িতে হামলার সঙ্গে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে পাঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছেন। পাকিস্তানে দুই দিনের বিক্ষোভ চলাকালীন কমপক্ষে ১০ জন নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে।