| |
               

মূল পাতা জাতীয় দ্রুততম সময়ে ওমানকে এলএনজি সরবরাহের অনুরোধ জ্বালানি প্রতিমন্ত্রীর


দ্রুততম সময়ে ওমানকে এলএনজি সরবরাহের অনুরোধ জ্বালানি প্রতিমন্ত্রীর


রহমত নিউজ ডেস্ক     14 May, 2023     05:56 PM    


এলএনজির আমদানি চুক্তির আওতায় ওমানকে দ্রুততম সময়ে কয়েক কার্গো এলএনজি দেওয়ার অনুরোধ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভাতৃপ্রতিম এ দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি একটি চুক্তি প্রক্রিয়াধীন। পূর্বের চুক্তির ধারাবাহিকতায় অতি দ্রুত কয়েক কার্গো এলএনজি দেওয়ার অনুরোধ করেন তিনি।

আজ (১৪ মে) রবিবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফ্ফার আল বুলুশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। এসময় রাষ্ট্রদূত দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ, জি-টু-জি ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ নিয়ে আলোচনা করে প্রতিমন্ত্রীকে ওমান সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে তিনি দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন।