মূল পাতা মুসলিম বিশ্ব আমাকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে: ইমরান খান
মুসলিম বিশ্ব ডেস্ক 12 May, 2023 08:23 AM
গ্রেপ্তারের সময় মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, গ্রেপ্তারের সময় আমাকে আমাকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) রাতে পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে খালিজ টাইমস।
মঙ্গলবার ইসলামাবাদে হাইকোর্টের প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করে দেশটির আধা সামরিক বাহিনীর সদস্যরা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, গ্রেপ্তারের সময় সাবেক প্রধানমন্ত্রীকে অনেকটা টেনে হিঁচড়ে নিয়ে গাড়িতে তোলা হয়। এ ঘটনার পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু করেন ইমরানের সমর্থকরা।
এ অবস্থায় বৃহস্পতিবারই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছে। এর আগে সুপ্রিম কোর্টে তার গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের ওপর শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি নেয়। একপর্যায়ে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেয় ওই বেঞ্চ। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
পাকিস্তানি গণমাধ্যম বলছে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ইমরান খান অভিযোগ করেছেন, তাকে গ্রেপ্তার করার সময় লাঠি দিয়ে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, গ্রেপ্তারের পর তাকে উদ্দেশ্যহীনভাবে একাধিক স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় বাহিনীর সদস্যদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে তা তারা দেখাতে ব্যর্থ হন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে নিজ দলের সদস্য ও সমর্থকদের দেশে শান্তি বজায় রাখতে এবং সম্পত্তির ক্ষতি না করার আহ্বানও জানান ইমরান খান।