রহমত নিউজ 11 May, 2023 07:28 AM
১০ দফা দাবিতে আগামী শনিবার (১৩ মে) ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল- বিএনপি। বুধবার (১০ মে) রাতে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
১০ দফা দাবির মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তসহ অন্যান্য আরও দাবি রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, শনিবার দুপুর ২টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি যৌথভাবে কর্মসূচিটি পালন করবে। সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার কঠোর সমালোচনা করেন রিজভী।
রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মতো ব্যাপার। সরকারবিরোধী আন্দোলনে সব নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, সদস্য সচিব আমিনুল হক, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ আরও অনেকে।