রহমত নিউজ ডেস্ক 09 May, 2023 09:28 PM
পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণের জন্য ঢাকার কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আরো কয়েকটি এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে।
আজ (৯ মে) মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ থাকবে।