রহমত নিউজ ডেস্ক 07 May, 2023 08:47 PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা ছিল বাংলাদেশের কোনো জায়গা যেন পতিত না থাকে। তিনি প্রতিটি স্থানে ধান-গম, ভুট্টা, শাকসবজিসহ মাছ চাষ করার নির্দেশনা দেন। যার সুফল মিলেছে করোনাকালীন সময়ে। বিশ্বজুড়ে যখন খাদ্য সংকট দেখা দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেছিলেন আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। খাদ্য সংকটে বাংলাদেশ পড়বে না। ঠিক তাই বড় বড় দেশ খাদ্য সংকটে পড়েছে কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে দেশ এখন কতটা স্বয়ংসম্পূর্ণ। আমেরিকা খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশ খাদ্য সংকটে পড়বে না। কারণ বাংলাদেশের কৃষকদের শ্রম এদেশের খাদ্য ঘাটতি পূরণ করে। এক্ষেত্রে কৃষকদের বড় ভূমিকা রয়েছে।
আজ (৭ মে) রবিবার দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য বিভাগের উদ্যাগে সকাল ১১টায় ফুলবাড়ী (এলএসডি) খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, বেতদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উদ্দিন ও ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মাহমুদ মো. ইমরান প্রমুখ।
জনা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার দুটি এলএসডি গুদামে বোরো ধান ৩০ টাকা কেজি দরে ১ হাজার ২০২ টন এবং সিদ্ধচাল প্রতি কেজি ৪৪ টাকা দরে ৯ হাজার ২২২ টন সংগ্রহ করা হবে। ৭ মে সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে আগামী ৩১ আগস্ট শেষ হবে।