মূল পাতা আন্তর্জাতিক কারাগার থেকে মুক্তি পেলেন প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকী
আন্তর্জাতিক ডেস্ক 04 May, 2023 10:12 AM
জামিনে মুক্তি পেয়েছেন ভারতের প্রখ্যাত দাঈ, মুবাল্লিগে ইসলাম খ্যাত মাওলানা কালিম সিদ্দিকী। বুধবার (০৩ মে) ৫৯০ দিন পর জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন তিনি।
ভিন্নধর্মাবলম্বীদের ইসলাম ধর্মে প্রভাবিত করা ও লাভ জিহাদ- সহ বিভিন্ন ধরণের উদ্ভট অভিযোগে কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকার ২০২১ সালের বুধবার (২২ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে। এরপর তার বিরুদ্ধে বিভিন্নধরণের স্পর্শকাতর মামলা দিয়ে তাকে কারাগারে পাঠায়।
গত ৫ এপ্রিল শর্তসাপেক্ষে জামিন পান মাওলানা কালিম সিদ্দিকী। ইলাহবাদ হাইকোর্টের লাখনৌ বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। এর আগে বেশ কয়েকবার তার জামিন আবেদন নাকচ করা হয়।
সূত্র: মিল্লাত টাইমস