মূল পাতা আন্তর্জাতিক তরুণীর হাতে মার খেলেন বিমানবন্দরের তিন কর্মকর্তা!
আন্তর্জাতিক ডেস্ক 01 May, 2023 10:30 AM
আপেলের জুস কেড়ে নেওয়ায় বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করেছেন এক তরুণী। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাদের ওপর ওই হামলা চালানো হয়। এ ঘটনায় ওই তরুণীকে আটক করেছে পুলিশ।
ইনডিপেনডেন্টের বরাতে এনডিটিভি খবর বলা হয়েছে, গত মঙ্গলবার মাকিয়াহ কোলম্যান নামের ১৯ বছরের ওই তরুণী বিমানবন্দরের কর্মকর্তাদের মারধর করে। এতে দুজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আদালতের নথিতে বলা হয়েছে, তল্লাশির সময় আপেলের জুস নিয়ে নেওয়ায় বিরক্ত হয়েছিলেন কোলম্যান। উড়োজাহাজে তরলজাতীয় পণ্য পরিবহনে বিধিনিষেধ রয়েছে। আপেলের জুস নিয়ে নেওয়ার পর ওই তরুণী নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে চেঁচামেচি শুরু করেন। তিনি ডাস্টবিন থেকে আপেলের জুসের বোতল তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা তাকে থামান।
বিমানবন্দর সূত্র বলছে, কোলম্যান এরপর অন্য নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মারামারি করেন। তিনি একজন নিরাপত্তা কর্মকর্তার কনুই কামড়ে দেন। আরেক নিরাপত্তা কর্মকর্তার মাথায় আঘাত করেন। আরেক নিরাপত্তা কর্মকর্তার চুলের ঝুঁটি ধরে টানেন।
এ ঘটনায় কোলম্যানকে ৪ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে।