| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ গণআন্দোলন নিয়ে বিএনপি পথহারা পথিকের মতো : ওবায়দুল কাদের


ফাইল ছবি

গণআন্দোলন নিয়ে বিএনপি পথহারা পথিকের মতো : ওবায়দুল কাদের


রহমত নিউজ ডেস্ক     29 April, 2023     06:29 PM    


বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে যারা আন্দোলনে জেতে তারাই নির্বাচনে জেতে। বিএনপি গণঅভ্যুত্থান, নানা অন্দোলনের চেষ্টা করে শুরুতেই হোঁচট খেয়ে যায়, বাস্তবে মানুষ কোনো আন্দোলন দেখতে পারেনি। নেতাকর্মীরা জনগণকে সম্পৃক্ত করতে পারেনি, একটাও হালে পানি পায়নি। বিএনপি ব্যর্থ, গণআন্দোলন নিয়ে পথহারা পথিকের মতো।

আজ (২৯ এপ্রিল) শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সতর্ক থাকতে হবে। একটা ব্যাপারই দরকার, ঐক্য। এই কথা চেতনায় ধারণ করতে হবে। আন্দোলনে যারা ব্যর্থ, তারা সন্ত্রাস করবে। নির্বাচন করতে দেবে না, সেই দুঃসাহস দেখিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রেও বিশ্বাস করে না। তো কোন গণতন্ত্র? জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট? মাগুরা মার্কা উপনির্বাচন বিশ্বাস করি না। বিএনপি দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। দেশকে কী মেরামত করবে, সবকিছুতে একটা বৈপ্লবিক পরিবর্তন শেখ হাসিনা করছেন। আপনাদের (বিএনপি) একটা উন্নয়নের কাজ নেই, যেটা দেখিয়ে ভেটারদের বলবেন, ভোট দেন।