| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘ভারতকে সর্বনাশা ট্রানজিট প্রদান বাতিল করতে হবে’


‘ভারতকে সর্বনাশা ট্রানজিট প্রদান বাতিল করতে হবে’


রহমত নিউজ ডেস্ক     29 April, 2023     05:40 PM    


চট্রগ্রাম ও মঙ্গলা সমুদ্র বন্দর দিয়ে একতরফা ভারতমুখী ট্রানজিট ও করিডোর প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

আজ (২৯ এপ্রিল) শনিবার দুপুরে সংগঠনের অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য এটা লজ্জাজনক যে, নিজ দেশের স্বার্থ না দেখে একতরফাভাবে ভারতকে ট্রানজিট ও করিডোর প্রদানের চুক্তি করা। এ চুক্তি দেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারে না। সুতরাং দেশ বিরোধী এ চুক্তি বাতিল করতে হবে। ভারত আমাদের প্রতিবেশি ও বন্ধু রাষ্ট্র হলেও সীমান্তে বাংলাদেশের মানুষকে নিয়মিত হত্যা করে যাচ্ছে বিএসএফ। হত্যা বন্ধে বাংলাদেশ সরকার জোরালো কোনো প্রতিবাদ ও ফলপ্রসু আলোচনা করেনি। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকরি ভূমিকা রাখতে ব্যর্থ হলে দেশের জনগণ দেশ রক্ষা ও সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।