| |
               

মূল পাতা সারাদেশ কিশোরগঞ্জে ঈদের জামাতে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১


কিশোরগঞ্জে ঈদের জামাতে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১


রহমত নিউজ ডেস্ক     22 April, 2023     01:21 PM    


কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।  আজ (২২ এপ্রিল) শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে। এ সময় নজরুল ইসলাম (৩৮) নামে একজন নিহত হয়। তিনি জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে। এ ঘটনায় প্রায় ৩৫ জন আহত হয়েছে।

জানা গেছে, পূর্ব বিরোধের জেরে সকালে জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে দু'পক্ষই সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

হোসেনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, সংঘর্ষের পর ৩৫ জন আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ও দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা কিশোরগঞ্জ হোসেনপুর