বেলায়েত হুসাইন 21 April, 2023 05:00 PM
বরেণ্য বুযুর্গ হযরত শামছুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহির সবশেষ খলিফা মাওলানা আশরাফ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (২১ এপ্রিল) শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল অন্তত ১১০ বছর। তিনি দীর্ঘ দিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা মিছবাহুল হক।
মাওলানা আশরাফ আলী এলাকায় ‘বড় হুজুর’ নামে পরিচিত ছিলেন। তিনি ফরিদপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার সাবেক মুহতামিম এবং মৃত্যুর আগ পর্যন্ত জামিয়া ইসলামিয়া আসলিয়া বাহিরদিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বরেণ্য এ আলেম জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়ার বর্তমান মুহতামিম মাওলানা আকরাম আলীর বড় ভাই এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও আল্লামা শামছুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু ফরিদপুর অঞ্চলের অন্যতম প্রভাবক আলেম মাওলানা আব্দুল আযীয রহ:-এর ভাতিজা। তিনি জেলার সালথা উপজেলাধীন বাহিরদিয়া গ্রামের খন্দকার আব্দুল মালেকের ছেলে।