| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ঈদ উপলক্ষ্যে জাতীয় ঈদগাহকেন্দ্রিক ডিএমপির ট্রাফিক নির্দেশনা


ঈদ উপলক্ষ্যে জাতীয় ঈদগাহকেন্দ্রিক ডিএমপির ট্রাফিক নির্দেশনা


রহমত নিউজ ডেস্ক     21 April, 2023     02:12 PM    


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ (২১ এপ্রিল) শুক্রবার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক নির্দেশনাগুলো হলো-

যেসব রাস্তায় ডাইভারশন থাকবে : জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপ।

সাধারণ কার পার্কিংয়ের স্থানগুলো : মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবি’র ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।

ভিভিআইপি/ভিআইপি কার পার্কিং

• রাষ্ট্রপতি/প্রধান বিচারপতি/ভিভিআইপি : সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে।
• মন্ত্রিপরিষদের সদস্য/ভিআইপি : ঈদগাহ্ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে।
• বিচারপতি : সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে।
• উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/ বিশিষ্ট ব্যক্তি/সাংবাদিক : গণপূর্তভবনের আঙ্গিনায়।

যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা