মূল পাতা মুসলিম বিশ্ব মাসজিদুল হারামে খতম তারাবির শেষ দিনে ২৫ লাখ মুসল্লি
মুসলিম বিশ্ব ডেস্ক 20 April, 2023 01:13 PM
মক্কায় অবস্থিত পবিত্র মাসজিদুল হারামে রমজানের ২৮তম রাতে তারাবির নামাজে কুরআনে কারিমের খতম সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে পবিত্র এই মসজিদে অন্তত ২৫ লাখেরও বেশি মুসল্লি তারাবিহতে অংশ নেন। অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে ওমরাহ পালনকারী ও পর্যটকরাও অন্তর্ভুক্ত ছিলেন।
বুধবার (১৯ এপ্রিল) মক্কার পবিত্র মাসজিদুল হারামে সৌদি সরকারের প্রশাসনিক দফতর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইস এই নামাজের নেতৃত্ব দেন।
খতম তারাবির নামাজে মাসজিদুল হারামে মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল। এমনকি মসজিদের আঙ্গিনা এবং আশপাশের রাস্তাগুলোতেও মুসল্লিদের ভিড় উপচে পড়ে। মসজিদুল হারামের চত্বর, নিচ তলা-দ্বিতীয় তলা, ছাদ, আশপাশের হোটেল এবং যাওয়া-আসার রাস্তা সবখানেই বিপুল পরিমাণ মুসল্লি অবস্থান নেন।
এই রাতে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে পবিত্র মাসজিদুল হারামে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি চেয়ে দোয়া করা হয়। এবং মহান আল্লাহর কাছে এই বরকতময় রাতে সকল মুসলমানকে ক্ষমা করার এবং তাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য দোয়া করা হয়।
সূত্র: সৌদি গেজেট