মফস্বল ডেস্ক 17 April, 2023 11:31 AM
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় গ্রাহকরা।
সোমবার (১৭ এপ্রিল) ছাগলনাইয়া থানার ওসি স্বদ্বীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এরাগে রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ছাগলনাইয়া পৌর এলাকায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে ছাগলাইয়াতে অতিরিক্ত লোডশেডিং হওয়ায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেন গ্রাহকরা। রোববার রাতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষিপ্ত লোকজন প্রথমে পৌর শহরের প্রধান সড়কে প্রদক্ষিণকালে মিছিলটি অভিযোগ কেন্দ্রের সামনে গেলে সেখানে বিক্ষুব্ধরা কেন্দ্রের মূল গেট ভেঙে ফেলে। এ সময় ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, ইলেক্ট্রিসিটির লাইন, এসিসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে। পরে এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষিপ্ত লোকজন পালিয়ে যায়।
ছাগলনাইয়া থানার ওসি স্বদ্বীপ রায় জানান, রোববার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।