| |
               

মূল পাতা সারাদেশ জেলা কুমিল্লায় ‘সোনার বাংলা’ ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত; আহত ২৫


কুমিল্লায় ‘সোনার বাংলা’ ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত; আহত ২৫


রহমত নিউজ ডেস্ক     16 April, 2023     08:08 PM    


কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় হাসানপুরে রেলওয়ে স্টেশনে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। এতে বন্ধ হয়ে পড়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ।

আজ (১৬ এপ্রিল) রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন সোনার বাংলা ট্রেনের পাঁচটি শোভন চেয়ার কোচ লাইনচ্যুত হয়েছে। কিছু যাত্রী আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার  বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান ওসি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কুমিল্লা নাঙ্গলকোট