রহমত নিউজ 13 April, 2023 02:23 PM
পহেলা বৈশাখে উচ্চস্বরে কোনো বাজনা বাজানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। রমজান মাস হওয়ায় বিকাল চারটার পর রমনা বটমূল ছেড়ে দিতে হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রমনা এলাকায় পহেলা বৈশাখ আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এসব বলেন তিনি। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কমিশনার বলেন, রাজধানীর যেসব স্থানে বর্ষবরণের অনুষ্ঠান হবে সেখানে চেক পোস্ট, আর্চওয়ের পাশাপাশি ২৭শ' পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় থাকবে। সাইবার মনিটরিং টিম, বোম ডিস্পোজাল ইউনিট, ডগ স্কোয়ারের পাশাপাশি সেসব জায়গা সুইপিং করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।