| |
               

মূল পাতা সারাদেশ জেলা আলমডাঙ্গায় পুড়ে ছাই সাড়ে ৩০০ বিঘা জমির ফসল


আলমডাঙ্গায় পুড়ে ছাই সাড়ে ৩০০ বিঘা জমির ফসল


মফস্বল ডেস্ক     13 April, 2023     03:12 PM    


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে পুড়ে গেছে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পান বরজ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার বিষয়টি নিশ্চিত করে জানান, খাদিমপুর-বানাত খাল, শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টা খেতে কেউ আগুন ধরিয়ে দেয়। তারপর আগুন ছড়িয়ে পড়ে পুরো মাঠে। এতে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পান বরজ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে কাজ করছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চুয়াডাঙ্গা থেকে দুইটি ইউনিট ও আলমডাঙ্গা থেকে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দুই ঘণ্টার পর মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা