| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ‘সার্বজনীন কল্যাণ রাষ্ট্র নির্মাণে ছাত্রদের সু-নাগরিক হতে হবে’


‘সার্বজনীন কল্যাণ রাষ্ট্র নির্মাণে ছাত্রদের সু-নাগরিক হতে হবে’


রহমত নিউজ     12 April, 2023     08:31 PM    


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর আমীর প্রিন্সিপাল মাওলানা আবু তাহের বলেন, সমৃদ্ধ দেশ, সার্বজনীন কল্যাণ রাষ্ট্র নির্মাণে ছাত্রদের সু নাগরিক হতে হবে। দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি লুটপাট ও সূদ ঘুষের তান্ডবের মধ্যে একটা সমৃদ্ধ সুন্দর রাষ্ট্র আশা করা অবাস্তব। 

আজ (১২ এপ্রিল) বুধবার বাদ আসর পুরানা পল্টনে খানা বাসমতী হোটেলে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগরের উদ্যোগে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা ছাত্রসমাজ সভাপতি এহতেশামুল হক সাখী বলেন, শিক্ষার সকল ক্ষেত্রে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা না হলে আদর্শ বিবর্জিত মানুষ বের হয়ে সমাজ ও রাষ্ট্রদ্রোহী কাজ করবে যা সমৃদ্ধির পথে অন্তরায়।

বিশেষ অতিথি ইসলামী যুব সমাজের মহাসচিব আবদুল্লাহ আল মাসউদ খান বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি লুটপাট অর্থ পাচারে জড়িত কারা এর বর্তমান শিক্ষা ব্যবস্থার শিক্ষিত মানুষ নীতি নৈতিকতা আদব কায়দা এদের কেউ শেখায়নি ফলে ভোগবাদী জীবনের জন্য এরা সব করতে পারে।

মহানগর সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক শহিদুল ইসলান শাহিনের সঞ্চালনায় ইফতার পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন, নেজামে ইসলাম পার্টির দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, ইসলামী ছাত্র সমাজের সাবেক সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী, যুবনেতা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা, ছাত্রসমাজের সহকারি মহাসচিব আম্মারুল হক,শ্রমিক সমাজ সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান ফরিদ পুরি মাওলানা সিরাজুল ইসলাম  নাইম হাসান, আবদুল্লাহ, নেয়ামতুল্লাহ হারুনী প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা