| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী একজন দূরদর্শী রাজনীতিক ছিলেন


মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী একজন দূরদর্শী রাজনীতিক ছিলেন


রহমত নিউজ ডেস্ক     07 April, 2023     09:13 PM    


খেলাফত মজলিসের আমীর, বিশিষ্ট আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী একজন দূরদর্শি রাজনীতিক ও বর্ষিয়ান আলেমেদীন ছিলেন। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন মাদরাসায় শায়খুল হাদিস ও মুহাদ্দিস পদে হাদিসের দরস দেন। তার ইন্তেকালে আমরা একজন বরেণ্য রাজনীতিবিদকে হারালাম। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। মহান রব্বুল আলামিন মরহুমের যাবতীয় নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজন, দলীয় নেতাকর্মী, ছাত্র, ভক্ত-অনুরক্ত সকলকে এ শোক কাটিয়ে উঠার তৌফিক দিন, আমীন।

আজ (৭ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোববার্তায় তিনি এ শোক জানান। পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর, জাতীয় তাফসীর পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।