| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত বিচারপতি মানিককে বোতল নিক্ষেপ বিএনপিপন্থি আইনজীবীদের


বিচারপতি মানিককে বোতল নিক্ষেপ বিএনপিপন্থি আইনজীবীদের


রহমত নিউজ ডেস্ক     06 April, 2023     05:43 AM    


ইফতার মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা হাতাহাতি ও মারামারিতে জড়িয়েছেন। এসময় পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এক পর্যায়ে শুরু হয় ধাক্কাধাক্কি। ইফতারে অংশ নিতে এলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিবদমান দুই পক্ষ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দুটি আলাদা কক্ষে বৃহস্পতিবার ইফতার পার্টির আয়োজন করে। এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনেই বিবদমান দুইপক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে পরিকল্পিত হামলা বলে অভিযোগ সরকার সমর্থকদের। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন বিরোধীরা। এদিকে বিএনপিপন্থি আইনজীবীরা নতুন কমিটিকে অবৈধ বলে দাবি করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আব্দুন নুর দুলাল বলেন, ‘বিএনপি-জামায়াতপন্থিরা সংঘবদ্ধ হয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে, ভাঙচুর করেছে। আমাদের আমন্ত্রিত অতিথিরা যেন আসতে না পারে সেজন্য তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।’

সরকার সমর্থিত দলের আইনজীবী অ্যাডভোকেট সানজিদা খানম বলেন, ‘বিএনপি সমর্থিত আইনজীবীরা বাধা সৃষ্টি করার চেষ্টা করে। তারপরও সাধারণ আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে জয়েন করেছেন এবং সুন্দরভাবে আমরা ইফতার করেছি।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সরকারের মদতপুষ্ট ভোট ডাকাতির মাধ্যমে বিজয়ীরা হামলা করেছে। হামলা করে তারা আমাদের হলরুম ভাঙচুর করেছে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার কুদ্দুস কাজল বলেন, ‘অবৈধ দখলদারদের বিরুদ্ধে আজকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের কালো পতাকা মিছিল ছিল। আমরা সে মিছিল করেছি এবং প্রতিবাদ করেছি।’

এর আগে মার্চের মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়েও আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল।