মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ মাওলানা কালিম সিদ্দিকীর জামিন মঞ্জুর, শীঘ্রই মুক্তি
আন্তর্জাতিক ডেস্ক 05 April, 2023 04:09 AM
বিশ্ববিখ্যাত দাঈ মাওলানা কলিম সিদ্দিকীকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। তিনি ১৮ মাস ১৫ দিন লখনউ জেলে বন্দী ছিলেন। এর আগে, ২০২১ সালের সেপ্টেম্বরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপিএটিএস) মাওলানা কলিম সিদ্দিকীকে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগে মিরাট থেকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার পর তাকে কারাগারে পাঠায়।
বুধবার (৫ এপ্রিল) এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। যদিও মাওলানা কলিম সিদ্দিকীর জামিনের আবেদন বেশ কয়েকবার স্থগিত করা হয়েছিল, এমনকি আজও ইউপিএটিএস মাওলানা কলিম সিদ্দিকীর জামিনের বিরোধিতা করেছে।
মাওলানা কলিম সিদ্দিকীর আইনজীবি অ্যাডভোকেট ওসামা ইদ্রিস নদভী বলেন, মাওলানা কলিম সিদ্দিকীর জামিনে কোনো আন্দোলন বা সংগঠনের কোনো ভূমিকা নেই, আমরা ৫৬২ দিন ধরে কঠোর পরিশ্রম করেছি। আল্লাহ আজ আমাদের সফলতা দিয়েছেন, ইনশাআল্লাহ মাওলানা কলিম সিদ্দিকী এক সপ্তাহের মধ্যে কারাগার থেকে বের হয়ে আসবেন।
সূত্র : baseeratonline.com ও hwaraquetaza.com