মূল পাতা আন্তর্জাতিক মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক 29 March, 2023 06:48 AM
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সরকারি একাধিক সূত্র নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া অভিবাসন কেন্দ্রে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের কারণ কিংবা নিহতরা কোন দেশের নাগরিক তা এখন পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানতে তদন্তের কথা জানিয়েছেন মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল।