মূল পাতা আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে নারী বন্দুকধারীর হামলা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক 28 March, 2023 11:30 AM
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলেতে একটি প্রাইমারি স্কুলে এক নারী বন্দুকধারীর হামলায় ৩ শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। ঘটনার পরই হামলাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। খবর সিএনএনের।
সোমবার (২৭ মার্চ) দেশটির স্থানীয় সময় সকালে দ্য কোভিন্যান্ট স্কুলে বন্দুক হামলাটি চালানো হয়। এটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রাণঘাতী বন্দুক হামলাগুলোর মধ্যে অন্যতম।
প্রতিবেদনে বলা হয়, নিহত তিন শিশুই নয় বছর বয়সী। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। এছাড়া বয়স্ক তিনজনের বয়স ৬০ বছরের উপরে। তারা ওই স্কুলের কোন দায়িত্বে ছিল তা এখনো পরিষ্কার নয়।
মেট্রোপলিটন ন্যাশভিল পুলিশ বিভাগ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ২৮ বছর। তিনি ওই এলাকার বাসিন্দা। নাম অড্রি হেল।
পুলিশ জানায়, হেলের কাছে একটি অ্যাসাল্ট রাইফেল, একটি হ্যান্ডগান ও একটি পিস্তল ছিল। গুলি করতে করতে তিনি ভবনে মধ্যে প্রবেশ করেন। তার কাছে পুরো স্কুলের ম্যাপ ছিল।