রহমত নিউজ ডেস্ক 22 March, 2023 09:11 PM
বাংলাদেশ নেজামে ইসলাম ইসলাম পার্টির প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান বলেছেন, দেশে দেশে মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ডিসকাউন্ট ও নানাবিধ নাগরিক সুবিধার আয়োজন থাকলেও বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে জনবান্ধব ব্যবসানীতি প্রণয়নের দাবী জানান তিনি।
আজ (২২ মার্চ) বুধবার বিকালে আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিল জাতীয় মসজিদ বায়তুলমোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
মহানগর আমীর প্রিন্সিপাল আবু তাহের খানের সভাপতিত্বে ও মাওলানা ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খিলগাঁও জোনের সভাপতি হাবিবুজ্জামান মিলন, মহানগর নেতা নুরুল ইসলাম চাটগামী, শ্রমিক সমাজ মহাসচিব তালহা বেলালী,মাওলানা সিরাজুল ইসলাম। ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক সাখী প্রমূখ।