| |
               

মূল পাতা জাতীয় সাংবাদিকদের ওপর পুলিশি হামলায় ডিবি প্রধানের দুঃখপ্রকাশ


সাংবাদিকদের ওপর পুলিশি হামলায় ডিবি প্রধানের দুঃখপ্রকাশ


রহমত নিউজ     16 March, 2023     02:54 PM    


সুপ্রিম কোর্টে পুলিশ কর্তৃক সাংবাদিকদের মারধরের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপি'র গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে সুপ্রিম কোর্টে ল' রিপোর্টার্স ফোরামে গিয়ে এসব জানান তিনি। এসময় ডিবি প্রধান ল রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দের সাথে কথা বলেন। পরে আনুষ্ঠানিক বক্তব্য দেন তিনি।

বক্তব্যে ডিবি প্রধান বলেন, গতকালের ঘটনায় তারা দুঃখিত। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা পুরোপুরি অনিচ্ছাকৃত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য পুলিশ সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।

বক্তব্যের পর টেলিফোনে ডিএমপি কমিশনার ল' রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সাথে কথা বলেন। টেলিফোনে সভাপতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়টি দেখা হবে বলে জানান।

সুপ্রিম কোর্ট প্রশাসনের সাথে কথা বলে গতকালের সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।