মূল পাতা মুসলিম বিশ্ব রমজান উপলক্ষে আরব আমিরাতে নিত্যপণ্যের দামে ৭৫ শতাংশ ছাড়
মুসলিম বিশ্ব ডেস্ক 15 March, 2023 08:22 AM
পবিত্র মাহে রমজানের আর বেশি দিন বাকি নেই। নতুন চাঁদ উঠলেই শুরু হবে সংযমের পবিত্র এই মাস। রমজান এলেই সংযমের পরিবর্তে মুনাফালোভী ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তাতে দুর্ভোগ বাড়ে সাধারণ মানুষের। কিন্তু রমজান মাস এলে এর বিপরীত চিত্র দেখা যায় আরব দেশগুলোতে। রোজার আগেই সেখানে শুরু হয়ে যায় মূল্যছাড়ের ছড়াছড়ি। সেই ধারাবাহিকতা এবারও অব্যাহত আছে।
প্রায় প্রতি বছরই রামজান মাসকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত জুড়ে হাইপারমার্কেট এবং সুপারমার্কেটগুলিতে ব্যাপক ছাড়ের ঘোষণা আসে।
আসন্ন রমজানেও ব্যতিক্রম নয় তারা। এবারও মধ্যপ্রাচ্যের দেশটিতে ১০ হাজারের বেশি খাদ্য পণ্যে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। খবর খালিজ টাইমস ।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী ২৩ মার্চ মধ্যপ্রাচ্যে রমজান শুরু হবে বলে ধারণা করা হয়েছে। রমজান উপলক্ষ্যে স্থানীয় বাসিন্দারা আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে।
দাম কমানোর ঘোষণা দেয়ায় গ্রাহকদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে দেশটিতে।