মফস্বল ডেস্ক 13 March, 2023 01:57 PM
পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেনে কাটা পড়ে সরকারি খাদ্য গুদামের এক নিরাপত্তা-কর্মী নিহত হয়েছেন। তার নাম শাহজাহান আলী (৫২)। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
নিহত ব্যক্তি পাবনার আমিনপুর থানার ঘোকসেলুনদা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি খাদ্য গুদামের কোয়াটারে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে রেলগেটের পশ্চিমপাশে মালেকের চা দোকান থেকে ফিরছিলেন শাহজাহান। এ সময় অসাবধানবশত মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী সরকারি খাদ্য গুদামের কর্মচারী জাহাঙ্গীর হোসেন জানান, শাহাজাহান দীর্ঘদিন ধরে এখানে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।