মূল পাতা মুসলিম বিশ্ব রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করলো আরব আমিরাত
মুসলিম বিশ্ব ডেস্ক 11 March, 2023 08:39 PM
পবিত্র রমজান উপলক্ষে অফিসের সময়সূচি নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল কর্তৃপক্ষ এক মন্ত্রীসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে।
রমজান উপলক্ষে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল থেকে ৯টা থেকে অফিস শুরু হয়ে চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এছাড়া শুক্রবার অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। খবর খালিজ টাইমসের।
সরকারের মানবসম্পদ বিভাগ আরও জানিয়েছে, কোনো মন্ত্রণালয় চাইলে তাদের মতো করে সময় নির্ধারণ করতে পারবে।
পবিত্র রমজান উপলক্ষে মানবসম্পদ বিভাগ থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক এবং সুপ্রিম কাউন্সিলের সদস্যদের অভিনন্দন জানিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের নাগরিক এবং বাসিন্দাদেরও রমজান উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়।
আগামী ২৩ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের অনেক দেশে পবিত্র রমজান মাস শুরু হবে। ইতোমধ্যে আরব দেশগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।