| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী বার্ন ইনস্টিটিউটে ১০ জনের অবস্থা আশাঙ্কাজনক, দুজন লাইফ সাপোর্টে 


বার্ন ইনস্টিটিউটে ১০ জনের অবস্থা আশাঙ্কাজনক, দুজন লাইফ সাপোর্টে 


রহমত নিউজ     08 March, 2023     12:51 PM    


রাজধানীর সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের অবস্থায় আশাঙ্কাজনক। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালটির প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, এর মধ্যে ৩ জনকে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে, যাদের দুইজন লাইফ সাপোর্টে।  

এদিকে ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১২০ জনের বেশি।

এর মধ্যে বর্তমানে ২০ জন বিভিন্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তবে একজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে।  
ঢামেক পরিচালক নাজমুল হক জানান, হাসপাতালে রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।  

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে মঙ্গলবার (৭ মার্চ) ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে রোববার (৫ মার্চ) সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবন বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়। পরপর একই ধরনে দুটি ঘটনা ঘটাই এগুলো নাশকতা কি না সেই প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী এগুলো দুর্ঘটনা বলে মন্তব্য করেছে।  


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা